হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কিশোরগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী এডভোকেট মনিরুল হক রাজন। শনিবার বিকেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মনিরুল হক রাজনের নিজস্ব চেম্বারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম কাঞ্চন, পৌর বিএনপির সাধারন সম্পাদক ও সাংবাদিক মানছুরুল হক রবিন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, যুগ্ম আহবায়ক আশরাফ আলী মৃধা টুটুল প্রমুখ।