শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে মুনতাহা প্রিয়া (২২) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি উপজেলার সোয়ালিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে শ্যামনগর থানা পুলিশ।

এর আগে বিকাল তিনটার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা মুনতাহাকে উদ্ধার করে ফ্রেন্ডশীপ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুনতাহা নুরনগর গ্রামের বাসিন্দা ও গাড়িচালক সাগর হোসেনের স্ত্রী। তাদের এক সন্তান রয়েছে।

পরিবারের বরাতে জানা গেছে, আগের দিন রাতে স্বামীর সিগারেট ফেলে দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী সাগর হোসেন মুনতাহাকে মারধর করেন। পরদিন সকালে সাগর বাড়ি থেকে বেরিয়ে গেলে, মুনতাহা শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”