কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জে এক নির্বাচনি সভার মধ্য দিয়ে বিএনপি ৩ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

গতকাল সোমবার বিকেলে দিকে ঢাকা-২ আসনের তারানগর ইউনিয়নের এক নির্বাচনি গণসংযোগ সভায় তারা দলবদল করেন। ঢাকা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল মো. আব্দুল হক নির্বাচনি সভায় যোগদানকারী নেতাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

জামায়াতে ইসলামীতে যোগ দেয়া নেতারা হলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মিরাজুল আলম মাশরুরসহ

তিনশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল মো. আব্দুল হক জানান, কেরানীগঞ্জ-সাভার আংশিক নিয়ে ঢাকা-২ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন তাদের আমরা অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আমি দোয়া করি আমরা সারাজীবন যেন একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করতে পারি।

অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতে ইসলামী আমীর আব্দুর রহিম মজুমদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামী আমির শুরা সদস্য মাওলানা দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ইঞ্জিনিয়ার তৌফিক হাসান,আমিনুল ইসলাম বুলবুল, গালিবসহ প্রমুখ।