বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের অমায়িক ব্যবহার এবং সমাজসেবামূলক কর্মকান্ডে মুগ্ধ হয়ে গত দুই দিনে কাহালু উপজেলার দুই ইউনিয়নের বিএনপি, যুবদলের শতাধিক নেতাকর্মি জামায়াতে যোগদান করেছেন।
জানাগেছে, বুধবার সকালে কাাহলু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আব্দুস সালামসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মি জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে ২৫ জানুয়ারি কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি ফিরোজ তালুকদার, বান্দাইখাড়া গ্রামের বাসিন্দা ২নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো: ঈসরাফিল মুহুরিসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মি জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
বিএনপির নেতাকর্মিদের জামায়াতে স্বাগত জানিয়ে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, আগামী দিনে ধর্ম বর্ণ নির্বিশেষে কাহালু-নন্দীগ্রামের সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক কাহালু-নন্দীগ্রাম উপজেলা গড়ে তোলা হবে, যা হবে বাংলাদেশের মডেল উপজেলা। জামায়াতে ইসলামী বিজয়ী হলে এখানে চাঁদাবাজ, দূর্নীতি মুক্ত উপজেলা উপহার দেওয়া হবে।
যোগদান অনুষ্ঠানে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর, সেক্রেটারী, সহকারি সেক্রেটারি এবং উপজেলা জামায়াত ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।