মান্দা (নওগাঁ) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও নওগাঁ জেলা আমীর খোন্দকার আব্দুর রাকিবের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই শোভাযাত্রায় দলটির প্রায় ৮ হাজারেরও বেশি নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এর আগে পাইলট স্কুল মাঠে আয়োজিত সমাবেশে খোন্দকার আব্দুর রাকিব বলেন, শোভাযাত্রার লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার মোটরসাইকেল। তবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেই টার্গেট ৮ হাজার ছাড়িয়ে গেছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আজকের এই বিপুল উপস্থিতি এবং অতীতের গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে মান্দার যে চিত্র ফুটে উঠেছে, তাতে আগামীতে দাড়ি-পাল্লার (বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক) বিজয় কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, স্বাধীনতার পর এই অঞ্চলে আওয়ামী লীগের একটি আধিপত্য ছিল, কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই আধিপত্য থেকে মান্দাকে উদ্ধার করেছে। ফলস্বরূপ, মান্দা এখন বাংলাদেশ জামায়াত ইসলামীর ঘাঁটি হিসেবে পরিচিত। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর দেশে যে সম্ভাবনা দেখা দিয়েছে, তাতে এদেশের মানুষ এখন একটি পরিবর্তন, মুক্তি এবং শান্তি চায়। তিনি জোর দিয়ে বলেন যে সাধারণ মানুষ দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস এবং মাদক থেকে বাঁচতে চায়। মোটরসাইকেলের শোভাযাত্রাটিতে নেতৃত্ব দেন উপজেলা জামাতের আমির ডাক্তার আমিনুল ইসলাম মাজলিসুল মোফাসসিরিন নওগাঁ জেলা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, থানা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন ,সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম ,পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস আলী খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব,উলামা বিভাগের থানা সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি মাহবুব আলম মিঠু ও আমীর মাস্টার জাইদুর রহমান ,শিবির সভাপতি রোমান ইসলাম, মাহমুদুল হাসান সহ ১৪ টা ইউনিয়নের আমির সেক্রেটারি বৃন্দ ।