সোনারগাঁ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাও ইউনিয়নের সেচ্ছাসেক দলের সভাপতি ইকালের বিরুদ্ধে টাকার বিনিময়ে আসামী ছাড়িয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাযাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং বিক্ষুব্ধ এলাকাবাসী বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
৭ ডিসেম্বর (রবিবার) সোনারগাঁ উপজেলার নোয়াগাও ইউনিয়নের লাদুরচর গ্রামে এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক লাদুরচর গ্রামের এক াসিন্দা লেন, প্রবাসী মিলনের স্ত্রী আখির সাথে আস্থা ফি কোম্পানির লেটার সর্দার শামীমের অনৈতিক সম্পর্ক ছিল। গতরাতে শামীম আখির সাথে দেখা করতে তার বাসায় গেলে এলাকাাসী তাদের আটক করে। পরে স্থানীয় বিএনপি নেতারা ও এলাকাযাসী বিষয়টি নিয়ে বিচারে সলে নোয়াগাও ইউনিয়নের সেচ্ছাসেক দলের সভাপতি ইকাল আসামী শামীমকে আইনের হাতে তুলে েিদেল বিচারের ঠৈক থেকে তালতলা পুলিশ ফাড়িতে নিয়ে যায়। পরে টাকার বিনিময়ে আসামীকে রাতারাতি ফাড়ি থেকে ছাড়িয়ে নেন। এ ঘটনায় এলাকাাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং বিক্ষুব্ধ এলাকাবাসী বিচারের দাবিতে গতকাল রাতে বিক্ষোভ মিছিল করেছে। এ বিষয়ে তালতলা পুলিশ ফাড়ির এস আই সেলিমের কাছে জানতে চাইলে তিনি লেন, গতকাল রাতে আসামী কে ফাড়িতে নিয়ে আসা হয়। পরে সুষ্ঠু বিচারের মাধ্যমে সমাধান করা হলেলে আসামী কে তাদের অভিভাকদের ব্রিম্মায় দিয়ে দেয়া হয়। তবে এ বিষয়ে কোন টাকার লেনদেন হয়েছেলে আমার জানা নাই। সেচ্ছাসেক দলের সভাপতি ইকালের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়ন্ত্রমূলক।