ধামরাই (ঢাকা) সংবাদদাতা :ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা বাসষ্ট্যান্ড এলাকায় পাকিং করা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০ টার দিকে আওয়ামিলীগের ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মামলার রায় কে ঘিরে দুর্বৃত্তরা ধামরাইয়ের ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে পার্কিং করা ডি লিংক পরিবহনের একটি বাসের মধ্যে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ সময় পথচারীরা বাসের মধ্যো আগুন দেখতে পায়। বাসে অগ্নিকা-ের খবর পেয়ে ধামরাই উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এব্যাপারে ধামরাই থানার অফিসার্স ইনচার্জ ওসি মনিরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন , ঢুলিভিটা বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এই দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।