গাজীপুরের শ্রীপুরে দুর্ধর্ষ সন্ত্রাসীরা ফিল্মি কায়দায় পুলিশের উপর দফায় দফায় হামলা চালিয়ে একাধিক মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে।

বৃহস্পতিবার রাত আটটার দিকে পৌরসভার টেংরা রাস্তার মোড়ে সংঘটিত এ ঘটনায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনজন পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন—এএসআই শহিদুল ইসলাম, এএসআই এমদাদ ও এসআই নাজমুল ইসলাম।

আটক আসামি সুমন মিয়া উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, বিকেলে কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা প্রথমে বরমীতে হামলার চেষ্টা চালায়, পরে তালতলী গ্রামের সিসিডিবি এলাকা ও টেংরা ডিবার পাড়ে আবারও হামলা চালায়। সবশেষে টেংরা রাস্তার মোড়ে ৮/১০টি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালিয়ে সুমনকে ছিনিয়ে নেয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “আসামি ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”

গাজীপুরের পুলিশ সুপার, চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “এটি পরিকল্পিত হামলা। আইনশৃঙ্খলা বাহিনী এতে নিরুৎসাহিত হবে না। ইতোমধ্যে পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং রোকন ও শিহাব নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। সুমনসহ জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।