বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় নেপিয়ার ঘাসে কীটনাশক প্রয়োগে এক কৃষকের গর্ভবতী গরুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ৩ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশি তদন্তে গরুর নমুনা সংগ্রহ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামনগর ইউনিয়নে দোবিলা গ্রামের কৃষক সহেল রানা (৪৩) দীর্ঘ ছয় বছর ধরে পাঁচ হাজার টাকা বছর চুক্তিতে নেপিয়ার ঘাস চাষ করে আসছিলেন। চলতি বছরও তিনি একইভাবে চাষাবাদ করছিলেন। গত ১৯ আগস্ট (মঙ্গলবার) দুপুরে অভিযোগে উল্লেখিত বিবাদীরা সহেল রানা’র লিজকৃত জমিতে গিয়ে নেপিয়ার ঘাস কেটে নিজেদের গরুকে খাওয়ায়। একইদিন সন্ধ্যায় সহেল রানার পালনকৃত গরুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার পরও গরুর অবস্থার অবনতি হলে ২২ আগস্ট দুপুরে গরুটি মারা যায়। প্রায় দেড় লাখ টাকা মূল্যের এই গরুটি ছিল চার মাসের গর্ভবতী। সহেল রানা অভিযোগে আরও উল্লেখ করেছেন, স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি জানতে পারেন, বিবাদীরা তার জমিতে ঘাস কাটার পাশাপাশি ঘাস নষ্ট করার জন্য কীটনাশক প্রয়োগ করে। এ ঘটনার বিষয়ে তিনি অভিযুক্তদের প্রশ্ন করলে তারা বিষয়টি অস্বীকার করে উল্টো তাকে ভয়ভীতি ও গালিগালাজ করে। ঘটনার স্বাক্ষী হিসেবে সহেল রানা স্থানীয় একাধিক ব্যক্তির নামও উল্লেখ করেছেন।তিনি আরও বলেন, “আমার জমির ঘাসে বিষ প্রয়োগের কারণেই গরুটি মারা গেছে। এতে আমি দেড় লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি।”
অভিযুক্ত মেহেরুন্নেসা ও তার জামাই মহসিন আলী জানান, গত ১৪ জুলাই সোহেলকে জমি ছাড়ার জন্য বলা হয়েছে। এবং পরবর্তী ১৫ দিনের মধ্যে জমি তাকে ফাঁকা করতে বলা হয়। এবং এই আগস্ট মাসের ১৮ তারিখে জমিতে ঘাস মারার কীটনাশক প্রয়োগ করেন বলে জানান তারা।