সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সদস্য ও সাথীদের নিয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফরিদপুর জেলা শাখা।

আজ সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠানটি ফরিদপুরের একটি হলরুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জজ কোর্ট মসজিদের ইমাম মাওলানা ফজলুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি সালাউদ্দিন মোল্যা।

কুইজ প্রতিযোগিতায় সাথীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন আব্দুল্লাহ মোহাম্মদ তুরান, দ্বিতীয় আব্দুল জব্বার সাহাদ এবং তৃতীয় জুবাইর রহমান। অন্যদিকে সদস্যদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন আলী আজম খান, দ্বিতীয় নাফিজ আদনান শাহাবুদ্দিন এবং তৃতীয় আশিকুল ইসলাম।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়।