কুমিল্লায় সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওয়ার্কস এন্ড এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং চট্ট-১৫৫৯ এর দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী সভাপতি পদে মাওলানা মো: নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক পদে মো: মামুনুর রশীদসহ বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা ও মহানগর শাখা। গতকাল শনিবার বিকাল ৩টায় নগরীর টমচমব্রীজস্থ দক্ষিণ জেলা কার্যালয় এই সংবর্ধনা দেয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা অঞ্চলের উপদেষ্টা মো: আব্দুস সাত্তার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মু.খাইরুল ইসলাম।

উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরীর সেক্রেটারী এড জিল্লুর রহমান। এসময় বক্তারা বলেন,সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নির্বাচিত শ্রমিক নেতাদের কাজের স্বীকৃতি ও উৎসাহিত করা। একই সাথে শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করার জন্যও তাদের উৎসাহিত করা।

বক্তরা বলেন, শ্রমিকজনতা দেশের সকল ক্রান্তিলগ্নে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তাই শ্রমিকদের প্রতি রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক দলসমূহের অনেক দায়িত্ব রয়েছে। কিন্তু সেই দায়িত্ব যথাযথভাবে পালিত হচ্ছে না বলেই শ্রমিকরা বঞ্চিত। শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা এবং ন্যায়সংগত অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। সেই বঞ্চনার অবসান ঘটাতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। শ্রমিকজনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ন্যায় ও ইনসাফের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আমরা সকলে যার যার জায়গা থেকে দেশ গড়ার কাজে যথাযথ ভূমিকা রাখতে পারলেই আমাদের দেশটা একটি সমৃদ্ধ দেশে পরিণত হবে।