শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে হাইকোর্টের স্থগিতাদেশ ও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে বন বিভাগের কর্মকর্তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা, হয়রানি ও মিথ্যা মামলা দায়ের করেছেন-এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বরমী ইউনিয়নের সাহাব উদদীন মোড়লের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বন বিভাগের দায়ের করা গাজীপুর আদালতের দেওয়ানী মামলা নং ১৭১/০৫ এবং দেওয়ানী আপিল মামলা নং ২০২/০৯-এর কার্যকারিতা হাইকোর্ট ডিভিশনের সিভিল রিভিশন মামলা নং ৩৬৯৮/২০২৪-এর মাধ্যমে গত ২০ আগস্ট ২০২৪ থেকে এক বছরের জন্য স্থগিত করা হয়, যা পরবর্তীতে আরও ছয় মাস বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি হাইকোর্ট উক্ত সম্পত্তির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

তিনি অভিযোগ করেন, হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও গত ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শ্রীপুর রেঞ্জের বিট অফিসার মোখলেছুর রহমান, সাতখামার বিটের রেঞ্জার তানভীর আহমেদসহ বন বিভাগের প্রায় ৩০-৪০ জন কর্মকর্তা, বন প্রহরী ও শ্রমিক অস্ত্রসহ তাদের দীর্ঘদিনের দখলীয় জমিতে প্রবেশ করে জোরপূর্বক চারা রোপণের চেষ্টা করেন।

বাধা দিলে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় এবং গ্রেপ্তারের ভয় দেখানো হয় বলেও তিনি দাবি করেন। বসতবাড়ির আঙিনা ও আশপাশের কৃষিজমিতে জোরপূর্বক চারা রোপণের চেষ্টা করা হয়। এমনকি এর আগে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, স্থানীয় কিছু অসাধু লোকের সহায়তায় বন বিভাগের লোকজন নিয়মিত তাদের জমিতে এসে চাষাবাদে বাধা দিচ্ছে এবং নির্মিত ৪-৫টি বসতঘরসহ গরু ও মুরগির খামার ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। এতে পরিবারসহ এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।