গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (BMTF)-এর সহযোগিতায় “ফগার মেশিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের চতুর্থ তলার হল রুমে আয়োজিত এ প্রশিক্ষণে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মীরা অংশগ্রহণ করেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা, মুহাম্মদ সোহেল হাসান প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সচিব, আমিন আল পারভেজ, আনিক-৪, ইলিয়াই রিসিল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সুদীপ বসাক, মার্কেটিং এক্সিকিউটিভ (BMTF), মোহাইমিনুল ইসলাম শৌরভসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা, জনাব মুহাম্মদ সোহেল হাসান বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সঠিকভাবে ফগার মেশিন ব্যবহার অত্যন্ত জরুরি। শুধু মেশিন চালু করলেই হবে না, এর কার্যকর ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর নির্ভর করছে নগরবাসীর সুস্বাস্থ্য ও নিরাপত্তা। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা দক্ষতা অর্জন করে মাঠপর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
গাজীপুর সিটি কর্পোরেশন সূত্র জানায়, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ফগার মেশিনের প্রযুক্তিগত দিক, ত্রুটি নিরসন, নিরাপত্তা ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
প্রশিক্ষণ কার্যক্রম শেষে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, নগরজুড়ে ফগার মেশিন পরিচালনায় ধারাবাহিক মনিটরিং চালু করা হবে এবং মশক নিধনে কার্যকর পদক্ষেপ আরও জোরদার করা হবে।