পতিত সরকার ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে নাটোরের বাগাতিপাড়ায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মালঞ্চি বাজারে জামায়াত কার্যালয় থেকে এ শোডাউন শুরু হয়ে উপজেলা চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা একেএম আফজাল হোসেন।
মোটরসাইকেল শোডাউন শেষে মালঞ্চি রেলগেট পথসভা করেন তারা, সেখানে উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন ও ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মিঠু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির আনোয়ার ইসলাম মুজাহিদ, সাংগঠনিক সেক্রেটারি মমতাজ আলী সরকার, উপজেলা শিবির সেক্রেটারি শাহিন আলমসহ জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “৫ তারিখের পর থেকে আওয়ামী লীগ এই দেশের রাজনীতি থেকে বিতাড়িত হয়েছে। তাদের আর এদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই। তারা যেখানেই মাথা তুলবে, জনগণ সেখানেই প্রতিহত করবে।”
বক্তারা আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ইসলামী ছাত্রশিবির সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত এদেশের মানুষের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় তারা মাঠে থাকবে।
কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাপ্ত ঘোষণা করেন।