কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (কমলনগর–রামগতি) আসনে জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডির সমর্থিত এবং বিএনপিসহ সমমনা দলের জোটের প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। রোববার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার অনুপস্থিতিতে রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা খালেদ মোহাম্মদ হাফিজ উল্লাহর কাছ থেকে জেএসডি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিসেস তানিয়া রবের পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক পরিষদের আহবায়ক আবদুল্লাহ আল নোমান। এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার,কেন্দ্রীয় যুবনেতা সাংবাদিক ইউছুফ আলী মিঠু, পাটারিরহাট ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন, যুবপরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহবায়ক আবুল বাছেত খোকন, এম এ এহসান রিয়াজ, আকতার হোসেন ও জেএসডি নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

নাগরপুর (টাঙ্গাইল) : টাংগাইল ৬ (দেলদুয়ার-নাগরপুর) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এ.কে.এম আব্দুল হামিদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

গত ১৭ ডিসেম্বর ২০২৫ দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জোহরা সুলতানা যুথী-এর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন টাংগাইল- ৬ আসনের আসন পরিচালক মির্জা রাশিদুল হাছান জুয়েল, দেলদুয়ার উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আল মোমিন, উপজেলা সূরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সেন্টু খান, দেলদুয়ার উপজেলা সদর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী টিটু খান, এবং নাগরপুর উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল প্রমুখ।

পত্নীতলা (নওগাঁ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সহ-সভাপতি ও পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের লক্ষ্যে গত শুক্রবার বিকেলে পত্নীতলা উপজেলা নির্বাচন।