গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : সোনালী ব্যাংকের হেড অফিসের পরিচয় দিয়ে ফোন- এরপর হোয়াটসঅ্যাপে ভিডিও কল। এভাবে ভয়ংকর প্রতারণার জালে ফেলার চেষ্টা করে এক প্রতারকচক্র। তবে শেষ মুহূর্তে সতর্ক হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন রহনপুরের এক চাকরিজীবী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, গতকাল দুপুরে +৮৮০ ৯৬৫৮-৩২৪৩৪২ নম্বর থেকে একটি কল আসে।

কলকারী নিজেকে সোনালী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, তার ব্যাংক অ্যাকাউন্টের নমিনি আপডেট নেই- ফলে ‘‘টাকা জমা বা উত্তোলন বন্ধ’’ করে দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ‘‘এখন যা বলব তাই করবেন’’ বলে নির্দেশ দেয়া হয়।