পারিবারিক ও প্রাতিষ্ঠানিক জীবনে সততা চর্চার অংশ হিসেবে রংপুর নগরীর গুপ্তপাড়ায় সালেমা উচ্চ বালিকা বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি বিদ্যালয়ে এর উদ্বোধন করেন, দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মোতাহার হোসনে। সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা কলম, খাতা, পেন্সিল, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ কিনতে পারবেন। এ স্টোরে থাকবে না কোন বিক্রেতা ও নজরদারী। শিক্ষার্থীরা নিজেরাই প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নির্ধারিত মূল্যে নির্ধারিত বাক্সে অর্থ রেখে দেবেন। অনুষ্ঠানে দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাওন মিয়া প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় দুদকের মহাপরিচালক বলেন, সততা স্টোর একটি দোকান নয়, এটি একটি নৈতিকতার প্লাটফর্ম। সততা স্টোর পারিবারিক ও প্রাতিষ্ঠানিক জীবনে সততা এবং স্বনিয়ন্ত্রণ চর্চার একটি অন্যতম উদাহরন। এর মাধ্যমে শিক্ষার্থীরা ছোট বেলা থেকেই সততা চর্চায় অভ্যস্থ হবে, ভবিষ্যতে নিজে দুর্নীতি মুক্ত থাকবে এবং দুর্নীতি প্রতিরোধে কাজ করবে। রাষ্ট্র থেকে দুর্নীতি বন্ধকরা না গেলে জনগণের কাক্সিক্ষত উন্নয়ন করা সম্ভব হবে না। তাই নিজ ঘর, স্কুল-কলেজ সহ সর্বত্র সততার চর্চা রাখতে হবে।