রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী বায়েজিদ আকন্দকে অবশেষে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার গুনগাতী এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, গ্রেপ্তারের পর মামলার তদন্তে নতুন গতি এসেছে। ইতোমধ্যে ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করা হয়েছে এবং সাক্ষ্যপ্রমাণ যাচাই চলছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, সংবাদ প্রকাশের পর পুলিশের তৎপরতায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে তারা মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ভুক্তভোগীর চাচা ইমরান হোসেন বাবলু বলেন, আমরা অবশেষে কিছুটা স্বস্তি পেয়েছি। প্রশাসন যদি আগে এমন ব্যবস্থা নিত, তাহলে এত দেরি হতো না। এখন আমরা আদালতের মাধ্যমে ন্যায়বিচার চাই।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে।