বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারায় মাঠে গরু চরাইতে গিয়ে বজ্রপাতে আফসার আলী নামে (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সম্প্রতি উপজেলার গণিপুর ইউনিয়নের বাজেকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি দিনের ন্যায় আফসার আলী বাড়ির নিকটবর্তি মাঠে গরু নিয়ে যায়। দুপুরের আগে একপসলা বৃষ্টির পরে ব্যাপক মেঘ গর্জ্জন করতে থাকে। এ সময় বিজলী চমকিয়ে বিকট শব্দ হয়। এ সময় তিনি মাঠে লুটিয়ে পড়েন। বিষয়টি দুর থেকে প্রতিবেশীরা দেখে কাছে এসে অচেতন ও শরীর ঝলসে যাওয়া মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। মৃত্যু কালে তিনি ২ ছেলে ৩ মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।