বাংলাদেশ জাতীয়তাবাদী দলের-বিএনপি প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎবার্ষিকীতে খুলনায় শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় বৈরি আবহাওয়ার মধ্যে শহীদ হাদীস পার্কের সামনে থেকে শোক র‌্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রসিদ মিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল ও গাজী তসলিম আহমেদ ।

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পর বিভিন্ন কর্মসূচি পালন করতে পারায় নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

এদিকে, জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি কার্যালয়সহ সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালোবাজ ধারণ, মহানগর বিএনপি কার্যালয়ে বিশেষ দোয়া ও সদর থানা বিএনপির উদ্যোগে তাবারক বিতরণ করা হয়।

মহানগর অন্তর্গত সকল মসজিদে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ, সকল মন্দির গির্জায় বিশেষ দোয়া, সকল থানায় প্রজেক্টরের মাধ্যমে প্রামান্য চিত্র প্রদর্শনী, মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিল্লাহ বোর্ডিংয়ের খাবার বিতরণ, মহিলা দলের আলোচনা সভা, দোয়া ও বস্ত্র বিতরণ ও মহানগর কৃষকদলের উদ্যোগে তাবারক বিতরণের আয়োজন করা হয়েছে।