কাউনিয়ার ঐতিহ্যবাহী সংগঠন ‘ইউনিভার্সিটি এন্ড মেডিক্যাল স্টুডেন্টস’ এসোসিয়েশন (আমসা)’ এর মত বিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনের সংবিধান অনুমোদিত, প্রধান উপদেষ্টা মনোনয়ন ও আহ্বায়ক কমিটি গঠিত হয়।
কাউনিয়ার ঐতিহ্যবাহী সংগঠন ‘ইউনিভার্সিটি এন্ড মেডিক্যাল স্টুডেন্টস’ এসোসিয়েশন (আমসা)’ এর মত বিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনের সংবিধান অনুমোদিত, প্রধান উপদেষ্টা মনোনয়ন ও আহ্বায়ক কমিটি গঠিত হয়।
কাউনিয়ার ঐতিহ্যবাহী সংগঠন ‘ইউনিভার্সিটি এন্ড মেডিক্যাল স্টুডেন্টস’ এসোসিয়েশন (আমসা)’ এর মত বিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনের সংবিধান অনুমোদিত, প্রধান উপদেষ্টা মনোনয়ন ও আহ্বায়ক কমিটি গঠিত হয়। কাউনিয়ার ঐতিহ্যবাহী সংগঠন ‘ইউনিভার্সিটি এন্ড মেডিক্যাল স্টুডেন্টস’ এসোসিয়েশন (আমসা)’ এর মত বিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনের সংবিধান অনুমোদিত, প্রধান উপদেষ্টা মনোনয়ন ও আহ্বায়ক কমিটি গঠিত হয়।
মঙ্গলবার (১ এপ্রিল) কাউনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
আমসা’র সাবেক সভাপতিবৃন্দ ও সিনিয়র সদস্যগণ সংবিধান উপস্থাপন করলে উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে সেটি গৃহীত হয়। সংবিধানের ৪ এর ১ ধারা অনুসারে সকলের সম্মতিতে আমসা’র প্রতিষ্ঠাতা সভাপতি, রিসার্চ প্রফেসর, চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথ কোরিয়া ও ভিজিটিং রিসার্চার, ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, অষ্ট্রেলিয়া, ড. মোঃ মিজানুর রহমানকে প্রধান উপদেষ্টা মনোনয়ন দেয়া হয়।
প্রধান উপদেষ্টা সকলের মতামতের ভিত্তিতে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এবং ঈদুল আজহায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন। আহ্বায়ক কমিটির অন্যতম সদস্যরা হলেন- আসাদ (ঢাকা বিশ্ববিদ্যালয়), আমিনুল (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), শিহাব (ঢাকা বিশ্ববিদ্যালয়), সৌধ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এবং লুনা (হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন আমসা’র সদস্য থাকাকালীন স্মৃতিচারণ করেন। তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এবং ডাকসুর সমাজ সেবা সম্পাদক নির্বাচিত হওয়ার পর আমসা কর্তৃক সবংর্ধনার স্মৃতি এখনও তাঁকে অনুপ্রাণিত করে। তিনি কাউনিয়ায় উচ্চ শিক্ষার বিস্তারে, শিক্ষার্থীদের সহযোগিতায় এবং সামাজিক ও উন্নয়ন কার্যক্রমে আমসা’র ভূমিকা তুলে ধরে এই সংগঠনের ভূয়সী প্রসংশা করেন এবং এর উত্তরোত্তর সম্বৃদ্ধি কামনা করেন।
তিনি আমসা’র ভবিষ্যৎ কার্যক্রমের পরামর্শ প্রদান করে বলেন “এই সংগঠনটি কেবল শিক্ষার্থীদের একত্রিত করার জন্যই নয়, বরং তাদের উন্নয়ন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি কাউনিয়ার উন্নয়নে নিজে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ঘোষণা করেন এবং সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ড. মোঃ মিজানুর রহমান ২০০৭ সাল থেকে আমসা’র গঠন, পথচলা ও এর কার্যক্রম তুলে ধরেন। তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সবাইকে নিবেদিত প্রাণ হয়ে একসাথে শিক্ষার্থীদের সহযােগিতায় ও কাউনিয়ার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন ”ঐক্যেই শক্তি, ঐক্যেই জয়; অনৈক্যেই ক্ষতি, অনৈক্যেই ক্ষয়”। তিনি আমসা’র সকল সদস্যের মাঝে এবং কাউনিয়ার উন্নয়নে ক্রিয়াশীল সকল সংগঠনের ঐক্যের আহ্বান জানান।
সভায় আমসা’র সাবেক ও বর্তমান সদস্য এবং সাবেক সভাপতিরা উপস্থিত ছিলেন। আসাদ, জুয়েল ও শিহাবের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সদস্য- ব্যাংকার শহিদুল ইসলাম, কাউনিয়া সোসাইটির সেক্রেটারি প্রভাষক মোস্তাফিজুর রহমান রানা, প্রভাষক আশরাফুজ্জামান লিটন, শামীম মোঃ ওবায়দুল্লাহ, রাকিবুল ইসলাম মিলন; সাবেক সভাপতি- ডা. ফেরদৌস হাসান জনি, সাব্বির আহমেদ এবং জোবায়দুল ইসলাম।