এম, এ, জাফর লিটন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি সড়কের প্রায় এক কিলোমিটার অসংখ্য খানা খন্দায় ভরপুর হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিগত কয়েক বছর যাবত সড়কটির কোন সংস্কার না থাকায় মানুষ ও যানবহন অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। সরেজমিনে জানা গেছে,এলজিইডির আওতাধীন পাকা সড়কটি চলাচলের সম্পূর্ণ অনপুযোগী হয়ে পরেছে। সাতবাড়িয়া, আগ নুকালী, ভেন্নাগাছী, ধুকুরিয়াবেড়াসহ প্রায় ১০টি গ্রামের মানুষ এই সড়ক দিয়ে নিয়মিত চলাচল, নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া করে থাকে। সড়কটির এক কিলোমিটার জুড়ে শত শত খানাখন্দায় ভরপুর। বাইসাইকেল, মোটরসাইকেল, রিক্সা ও ভ্যান চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। দীর্ঘদিন যাবত মানুষের জনদূর্ভোগ চরমে পৌঁছলেও যেন কর্তৃপক্ষের নজরে আসছে না।
গ্রাম-গঞ্জ-শহর
শাহজাদপুর আগনুকালী-সাতবাড়িয়া সড়কের বেহাল দশ
সাতবাড়িয়া-আগনুকালী এক কিলোমিটার পাকা সড়কের বেহালদশা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি সড়কের প্রায় এক কিলোমিটার অসংখ্য খানা খন্দায় ভরপুর হওয়ায় দুর্ভোগ