মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা : মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলনে জনতার ঢল নেমেছে। শনিবার বিকেলে উপজেলার কুমারগাতা ইউনিয়নের লিচুতলা অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলালের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. শামছুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, প্রচার সম্পাদক ডা. আজহারুল ইসলাম শাহীন, উপজেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোস্তফা রায়হান, মুক্তাগাছা পৌর জামায়াতের আমীর মাওলানা আফতাবুর রহমান আকন্দ, ৪নং কুমারগাতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মুহাম্মদ সাখাওয়াত উল্লাহ প্রমূখ।