মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে দুর্বৃত্তদের গুলীতে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজারে। স্থানীয়রা জানিয়েছেন দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় কয়েকটি গুলী করে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৭টি গুলীর খোসা উদ্ধার। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু বলেন, দুই বছর ধরে কপালিয়া বাজারে বরফকল পরিচালনা করে আসছেন রানা। সোমবার সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে বরফকল থেকে ডেকে নিয়ে বাজারে অবস্থিত একটি ক্লিনিকের পাশের গলি রাস্তার মুখে নিয়ে যায়। এরপর তারা তাকে সেখানে গুলী করে হত্যা করে।