বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট শক্তি পালিয়ে গেলেও বসে নেই। তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। দেশপ্রেমিক ছাত্র-জনতার মাঝে কোন বিভেদ তৈরি করা যাবে না। জুলাই বিপ্লবের ঐক্যের চেতনাকে ধারণ করে দেশবিরোধী সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতিতে পুনর্বাসনের সকল পথ বন্ধ করতে হবে।
তিনি বলেন, মাহে রমযান আমাদেরকে সামাজিক ভেদাভেদ ও শ্রেণী বৈষম্য থেকে বেরিয়ে আসার শিক্ষা দেয়। রমযানের সংযমের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সাধ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। সামর্থবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। সেই হক সঠিকভাবে আদায় করতে হবে। তাহলে একদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে, অপরদিকে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।
তিনি গত সোমবার নগরীর মিরাবাজারে সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।
থানা আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- থানা সহকারী সেক্রেটারি আব্দুল মুতালেব, এভোটেক জুনেদ আহমেদ, জামায়াত নেতা এখলাছুর রহমান, ইলিয়াস আলী তালুকদার, মাওলানা গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম, শাহিন উদ্দিন, মোহাম্মদ হানিফ ও সাবেক ছাত্র নেতা সিদ্দিক আহমেদ প্রমুখ।