ক্রীড়া প্রতিযোগিতা
বগুড়া অফিস : মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের বাদুরতলা আদর্শ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুলের সভাপতি আকসুর সাবেক জিএস অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: মাসুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন দারুস সুফফা ট্রাস্টের সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন, মুরইল ইসলামিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সাবেক প্রধান শিক্ষক এ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক প্রধান শিক্ষক আনছার আলী প্রমুখ।
শিক্ষক সম্মেলন : শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় শিক্ষক ফোরামের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ এপ্রিল বিকাল তিনটার সময় জাতীয় শিক্ষক ফোরাম শৈলকুপা উপজেলা শাখার সভাপতি মোঃ মিটুল হাসানের সভাপতিত্বে পাবলিক হল অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, মাওঃ মোঃ শহিদুল ইসলাম।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুষ্টিয়া অঞ্চল) মাওঃ এনামুল হক ফয়েজী।
মতবিনিময় সভা
আমতলী (বরগুনা) সংবাদদাতা : আমতলীতে মঙ্গলবার সকালে পুলিশ সদস্যদের সাথে থানা কমপ্লেক্সের হল রুমে নারী শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেক্স সক্রিয় ও সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এনএসএস ওয়ার্ল্ড ভিশন আমতলী অফিস এ সভার আয়োজন করে। পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।