সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন- দেশের বিশাল জনগোষ্ঠী হচ্ছে শ্রমজীবি মানুষ। তাদেরকে অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। দেশের দিকভ্রান্ত শ্রমজীবী মানুষের ভরসাস্থল শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। সুযোগ পেলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ভাগ্যোন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে আমি অঙ্গিকারাবদ্ধ।

তিনি গত মঙ্গলবার রাতে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট মহানগর উপদেষ্টা মাওলানা ইসলাম উদ্দিন। দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মাহামুদুর রহমান দিলাওয়ার।

প্রধান অতিথি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্ত নির্বাচনে সুযোগ্য নেতৃত্ব বাছাই করতে শ্রমজীবী মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে শামিল করতে হবে। আমরা বৈষম্যহীন সিলেট গঠন করতে চাই। সকল ভেদাভেদ দূর করতে চাই। এজন্য শ্রমজীবী ভাইদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহানগর সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, সহ-সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমদ, সদর উপজেলা সভাপতি শাব্বির আহমদ, কোতোয়ালি থানা পূর্ব সভাপতি ইকবাল হোসেন, কোতোয়ালি থানা পশ্চিম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ট্রেড ইউনিয়ন থানা-৩ এর সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বাদল, বিমানবন্দর থানা সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বেলাল আহমদ, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মহানগর চারকয়েল শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক জুবের আহমদ, সদর অটো রাইস মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল বারীসহ সভাপতি লিলু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী তাজুল, মহানগর হোটেল শ্রমিক ইউনিয়ন সভাপতি কামরান হোসেন ও সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।

এছাড়া সভায় ফেডারেশনের সিলেট মহানগর নেতৃবৃন্দ এবং মহানগর আওতাধিন সকল ট্রেড ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।