ফিলিস্তিনের গাজায় ইজরাইলের ভয়াবহ হত্যাযজ্ঞের প্রতিবাদে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। রোববার (০৬ এপ্রিল) বাদ যোহর শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়স্থ জহিরিয়া মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারের সামনে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।

জেলা সেচ্ছাসেবক পরিবারের প্রতিনিধি ওসমান গনীর রাসেলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সেচ্ছাসেবী ওমর বিন কাসেম সিফাত, খন্দকার সুমন, নুরনবী হাসান। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক আজিজ উল্যাহ আহমদী, কবি ও সংগঠক স্বাধীন মুরশিদ প্রমুখ।