গাজীপুর সিটি কর্পোরেশনের দ্বাদশ কর্পোরেশন সভা বুধবার (২৯ অক্টোবর) সকালে কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, জেলা প্রশাসক নাফিসা আরেফিন,সচিব আমিন আল পারভেজ,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া,প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোত্তাসেম বিল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুনুর রশিদ, সুদীপ বসাক, হাসিবুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন ও মাহমুদা শারমিন মাধবী এবং বিভিন্ন বিভাগীয় প্রধান ও প্রকৌশলীবৃন্দ।
সভায় রাজস্ব তহবিল থেকে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রশাসক সরফ উদ্দিন আহমেদ বলেন, গাজীপুরকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই, যেখানে উন্নয়ন মানে কেবল অবকাঠামো নয়—মানুষের জীবনমান, সেবা ও নিরাপত্তার সামগ্রিক উন্নয়ন। গাজীপুর এখন উন্নয়নের কেন্দ্রবিন্দুতে, এখানে প্রতিটি প্রকল্পের লক্ষ্য হচ্ছে মানুষের জীবনে স্বস্তি ফেরানো।
তিনি আরও বলেন, আমরা চাই উন্নয়ন হোক মানুষের অংশগ্রহণে, স্বচ্ছতা ও সময়নিষ্ঠার সঙ্গে। জনগণের টাকায় জনগণের কল্যাণ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। প্রতিটি কাজের মান বজায় রেখে গাজীপুরকে নাগরিকবান্ধব ও আধুনিক নগরীতে রূপান্তর করতে আমরা বদ্ধপরিকর।
প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান সভায় বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের অবকাঠামোগত উন্নয়নে আমরা নতুন দিগন্ত উন্মোচনের পথে। জমি ক্রয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা চলছে। এসব কর্মযজ্ঞ সম্পন্ন হলে গাজীপুর শুধু একটি আধুনিক নগরী নয়, বরং দেশের উন্নয়ন সভায় একটি অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে।
সভায় প্রতিটি ওয়ার্ডে নাগরিক চাহিদা বিবেচনায় অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের তালিকা প্রণয়ন ও পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, গাজীপুরের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে—যেখানে দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও মানুষের কল্যাণই হবে প্রধান লক্ষ্য।
সভা শেষে প্রশাসক তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন, তাদের সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের নির্দেশনা দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, গাজীপুর সিটি কর্পোরেশনের চলমান কর্মযজ্ঞ অচিরেই একটি স্মার্ট ও বাসযোগ্য গাজীপুর বাস্তবায়নের দৃষ্টান্ত স্থাপন করবে।