"শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইসলামী অর্থনীতির বাস্তবায়ন অনিবার্য", এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলার উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ মে) ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া থেকে র্যালিটি শুরু হয়ে বাংলা স্কুল মোর, নতুন বাজার হয়ে, পুরো শহর প্রদক্ষিণ করে জেলা কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইসমাইল হোসেন মনির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওঃ হারুনুর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমীর ও মজলিসের সূরা সদস্য মোঃ জাকির হোসাইন, জিয়াউল মোরশেদ চৌধুরী, অধ্যক্ষ আব্বাস উদ্দিন, মাওলানা জাকির হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সদর উপজেলা আমীর মাওঃ কামাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি বেলায়েত হোসেন, সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি কামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের পরিশ্রমের ফলেই আজকে আমাদের এই সুখ এবং স্বাচ্ছন্দ, তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে কখনো কোনো জাতি বা দেশ সফল হতে পারে নাই। তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করতে হবে। আমরা যা খাই বা পরি আমাদের অধীনস্থ শ্রমিকদের কেও তা খাওয়াতে হবে এবং পরাতে হবে। ইসলাম এ শিক্ষাই দেয়। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করতে হবে। সমাবেশে বিভিন্ন ট্রেড সংগঠনসহ সর্বস্তরের কয়েক হাজার শ্রমিক র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।