চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার বদরগঞ্জ নয় মাইল থেকে গাঁজা ফেন্সিডিলসহ দু’জন মাদককারবারীকে আটক করেছে বিজিবি। সম্প্রতি মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিজিবি তাদের আটক করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান এদিন বেলা ৩টার পর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মাদকদ্রব্যের একটি বড় চালান ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে ঝিনাইদহ অভিমুখে যাবে এমন গোপন খবর পেয়ে তারই পরিকল্পনা ও দিক নির্দেশনায় একদল বিজিবি সদস্য জাফরপুর বাজারের পাশে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ২ জন মোটরসাইকেল আরোহীকে ঝিনাইদহ অভিমুখে যেতে দেখে তাদের থামতে বলে। বিজিবি সদস্যদের দেখে মোটরসাইকেল আরোহীগণ পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বদরগঞ্জ নয় মাইল নামক স্থান হতে আটক করে।