রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু ব্যবসায়ী আব্দুল লতিফ ওরফে খতিব হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় সলঙ্গা থানার সাহেবগঞ্জ জি আর কলেজ বাজার এলাকায় হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এই হত্যাকা- ছিল পরিকল্পিত ও বর্বরোচিত। খুনি শাহীনুর খাতুন, ফরিদুল ও রফিকুলসহ সব জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, খতিব ছিলেন শান্ত ও পরিশ্রমী গরু ব্যবসায়ী; তাকে নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে—যা এলাকায় শোক ও ক্ষোভের আগুন ছড়িয়ে দিয়েছে।
বক্তারা বলেন, খতিব হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। দ্রুত তদন্তের অগ্রগতি প্রকাশ, দোষীদের চার্জশিট প্রদান এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করারও দাবি জানান। মানববন্ধনে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সলঙ্গা, রায়গঞ্জ ও চর ফরিদপুরের সর্বস্তরের মানুষ ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন।