বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর ১৭তম কার্যনির্বাহি পরিষদের (২০২৬-২০২৭) নির্বাচন অনুষ্ঠিত হয়। গত শুক্রবার ঢাকাস্থ প্ল্যানার্স টাওয়ারে সংগঠনের কার্যালয়ে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ ড. মুঃ মোসলেহ উদ্দীন হাসান। ভাইস প্রেসিডেন্ট ১ এবং ভাইস প্রেসিডেন্ট ২ পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এবং পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন, ট্রেজারার পদে পরিকল্পনাবিদ আবু ছালেহ মোঃ শহীদুল্লাহ; বোর্ড মেম্বার (প্রফেশনাল এফেয়ার্স) পদে পরিকল্পনাবিদ মোঃ রিমন আহমেদ আসিফ, বোর্ড মেম্বার (একাডেমিক এফেয়ার্স) পদে পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার, বোর্ড মেম্বার (রিসার্চ এন্ড পাবলিকেশন) পদে পরিকল্পনাবিদ হোসনে আরা, বোর্ড মেম্বার (ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লিয়াঁজো) পদে পরিকল্পনাবিদ তালহা তাসনিম এবং বোর্ড মেম্বার (মেম্বারশীপ এফেয়ার্স) পদে পরিকল্পনাবিদ সাদী মোহাম্মদ হারুন নির্বাচিত হয়েছেন ।
প্রধান নির্বাচন কমিশনার পরিকল্পনাবিদ ড. মহসিন উদ্দীন আহমেদ একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সর্বাতœকভাবে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন কমিশন কে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সকল পরিকল্পনাবিদ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
বিআইপি’র নব নির্বাচিত প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় পরিকল্পনা পেশার সম্প্রসারণ এবং সকল পরিকল্পনায় পরিকল্পনাবিদদের মতামত নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেবার জন্য বিআইপি সামনের দিনগুলোতে কাজ করে যাবে। এসময় বিআইপি’র নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট-১ পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান নব-নির্বাচিত ১৭তম কার্যনির্বাহি পরিষদ দেশের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।