ফেনী সংবাদদাতা : গতকাল রোববার ফেনী সদরের লেমুয়া ইউনিয়ন এর মালশিয়ান মার্কেটের পাশ্ববর্তী জাহাঙ্গীর আলম এর বাড়িতে একটি মেছো বাঘ আটক করা হয়। পরে সামাজিক বন বিভাগ প্রাণিটি উদ্ধার করে এবং পরশুরাম উপজেলার বিলোনিয়া বীটের সংরক্ষিত বনে মেছো বাঘটি অবমুক্ত করা হবে বলে তাঁরা জানান।
গ্রাম-গঞ্জ-শহর
ফেনীতে বিরল মেছো বাঘ আটক
জাহাঙ্গীর আলম এর বাড়িতে একটি মেছো বাঘ আটক করা হয়।