ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বিজয়নগর উপজেলার মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ে ‘গুণগত শিক্ষার পরিবেশ: চ্যালেঞ্জ ও পদক্ষেপ’ শীর্ষক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘আলো জ্বালো নিজের ভেতর’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী মোটিভেশনাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
গত শুক্রবার বিদ্যালয় মিনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষক-শিক্ষিকাগণ অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক ড. কাজী মুহাম্মদ শাহনূর আলম, সোনাগাজী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ হামিদুল হক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবুল হোসেন।
বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ মুজাম্মেল হক অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মাসুদ ভুঁইয়া, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, সহকারী প্রধান শিক্ষক মোঃ সোলায়মান কবিরসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘আলো জ্বালো নিজের ভেতর’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী মোটিভেশনাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। বিদ্যালয় মিনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে বিভিন্ন সেশনে মেন্টর হিসেবে উপস্থিত থেকে শিক্ষক প্রশিক্ষকগণ অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।