আজ শুক্রবার (২৮ নভেম্বর) রংপুর জেলার গংগাচড়া উপজেলায় অনুষ্ঠিত হলো রায়হান সিরাজী ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ। গংগাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়ন ও লক্ষীটারী ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত রংপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমীর মাওলানা নায়েবুজ্জামান। আরো উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি সাইফুল ইসলাম সহ যুব বিভাগের সেক্রেটারি আতিকুজ্জামান আপেল।

উপজেলা প্রচার, মিডিয়া সেক্রেটারি, ও লক্ষ্মীটারী ইউনিয়ন সভাপতি মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে সকাল ১০.০০ এর সময়, উম্মে কুলসুম স্কুল মাঠে খেলাটি শুরু হয়। মর্নেয়া ইউনিয়ন ২.০ গোলে বিজয়ী হয়।

খেলা শেষে প্রধান অতিথি জননেতা রায়হান সিরাজী বলেন, একটি সমাজের সুস্থ ধারা বহমান রাখতে এ ধরনের খেলার আয়োজন খুবই সহায়ক, বিপদগামী তরুণদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য এ ধরনের খেলার আয়োজন খুবই কার্যকরী ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, আল্লাহ যদি চায় জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে, তরুণদের চাহিদার আলোকে এ ধরনের যুগোপযোগী সুস্থ সংস্কৃতির বিকাশ ও তরুণ উদ্যোক্তা তৈরীর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।