বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ‘বিজয় দিবস শুধু আনন্দের দিন নয়, এটি আত্মসমালোচনা ও দায়িত্ব পালনের দিন। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা। দীর্ঘদিন ধরে দেশ সেই লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে। জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন আজ হুমকির মুখে।’ তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী দেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়, যেখানে আইনের শাসন, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে। তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং দেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে।’ তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতা উপভোগ করতে পারেনি। মানুষ যদি সত্যিকার অর্থে স্বাধীনতা ভোগ করতে চায়, তবে আধিপত্যবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক শক্তির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। তিনি অভিযোগ করে বলেন, একটি মহল নতুন করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, একবিন্দু রক্ত থাকা পর্যন্ত দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। জনগণ আর কোনো আধিপত্যবাদীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে না। নগরীর রয়্যাল মোড়স্থ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তৃতা করেন নায়েবে আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ।
অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালে যারা দেশকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন তখনই হবে, যখন এ দেশে ন্যায়বিচার, ইনসাফ ও আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফিরাত ও তাদের আত্মার শান্তি কামনা করেন। এবং বিজয় দিবসের অনুপ্রাণিত হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।