চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৪৪) গুলীবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুইদিন আগে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতে দুর্বৃত্তদের গুলীতে আহত হন তিনি। গতকাল রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানিয়েছেন, গুলীবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি ঢাকাইয়া আকবর সকাল ৮টায় মারা যান। ঢাকাইয়া আকবর নগরীর বায়েজিদ বোস্তামী থানার মঞ্জু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে।
গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় ১০-১২ জনের একটি সশস্ত্র দল আকবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলী চালায়। এতে গুলীবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত আকবর চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের প্রতিপক্ষ ছিলেন। গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা শপিংমল থেকে গ্রেফতার হয়ে সাজ্জাদ কারাগারে আছেন, তবে তার অনুসারীরা এখনও সক্রিয়।
এর আগে ২৯ মার্চ নগরীর বাকলিয়ায় ছোট সাজ্জাদের অনুসারীরা আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেনের প্রাইভেটকার লক্ষ্য করে গুলী চালায়। সেই ঘটনায় দুজন নিহত হয়েছিলেন। ঢাকাইয়া আকবরের পরিবারের দাবি, তার উপর হামলার পেছনেও ছোট সাজ্জাদের অনুসারীদের হাত রয়েছে।