রংপুরের গংগাচড়া উপজেলায় দুই শিশুকে হত্যার পর বালিচাপা দেয়ার ঘটনার মামলায় আসামি মনু মিয়া কে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সে উপজেলার সিট পাইকন এলাকার মৃত আনোয়ারুল ইসলামের ছেলে। গত ১৬ আগস্ট বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব ১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ আগস্ট মঙ্গলবার দুপুরের পর গঙ্গাচড়া উপজেলার নগরবন্দ বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী মারুফ ও আব্দুর রহমান বিদ্যালয় বন্ধ থাকায় সকালে খেলতে বের হয়। এর পর তারা আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির একদিন পর বুধবার দুপুরে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে বালু উত্তোলনে সৃষ্ট গর্ত থেকে গলায় রশি পেঁচানো মারুফ মিয়ার লাশ প্রথমে উদ্ধার করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই গর্ত থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করে। এ ব্যপারে নিহত শিশু আব্দুর রহমানের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর র‌্যাব নিজ উদ্যোগে ছায়া তদন্ত শুরু করে। গোপন সুত্রে খবর পেয়ে রংপুর ও গাজীপুর র‌্যাব ক্যাম্পের একটি চৌকস যৌথ অভিযানিক দল ১৫ আগস্ট সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারের উত্তর পাশ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে দুই শিশু হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি মনু মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের গংগাচড়া মডেল থানায় হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।