জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- হাজার হাজার ছাত্র-জনতার আত্মত্যাগে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে আর কাউকে স্বৈরাচার হতে দেয়া হবেনা। কারণ মানুষ এখন সচেতন। ছাত্র ও যুবসমাজ রাজপথ চিনে ফিলেছে। তাদেরকে দমিয়ে রাখা যাবেনা। কেউ অধিকার হরণের চেষ্টা করলে ফের ছাত্র-জনতা রাজপথে নেমে আসবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ স্বৈরাচারী হতে পারবেনা। জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।
তিনি গত মঙ্গলবার রাতে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জনসাধারণের সাথে অনুষ্ঠিত মতবিনিময় ও সেন্টারভিত্তিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন আমীর মাওলানা ইসকন্দর আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ-এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন।
তিনি আরও বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সিলেট গঠন আমার অঙ্গিকার। সিলেটের মাটি ও মানুষের উন্নয়নে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। জনগণকে সাথে নিয়েই আমরা কাক্সিক্ষত উন্নয়ন নিশ্চিত করবো।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আল ইমরান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি ফয়জুল ইসলাম ও সেন্টার কমিটির সভাপতি মাওলানা ফারুক আহমদ প্রমুখ।