বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২৮তম শহীদ জসিম উদ্দিন মাহমুদ ভাইয়ের শ্রদ্ধেয় পিতা ডা. আব্দুল খালেক গত সোমবার রাতে চট্টগ্রাম বাকলিয়া মিয়া খাঁন নগর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার বাদে জোহর দক্ষিণ বাকলিয়া মিয়াখান নগর বেলা খাঁ জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রামÍ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, ফখরে জাহান সিরাজী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল, দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম রনি, চকবাজার থানা জামায়াতের আমীর আহমদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, বাকলিয়া থানা নায়েবে আমির আবুল মনসুর, বাকলিয়া থানা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মনজুরুল ইসলাম প্রমুখ।
মরহুম ডা. আব্দুল খালেক ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রামÍ২ (ফটিকছড়ি) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।