বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া সাংগু সাংগঠনিক থানার বিভিন্ন ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ৩রা এপ্রিল ২৫ কালিয়াইশ ইউনিয়ন শাখার উদ্যেগে স্থানীয় রাজমহল কমিউনিটি সেন্টারে বাদে মাগরিব শাখা আমীর সাংবাদিক আবুল বশর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিক জেলা কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল জলিল, সাংগু থানা আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, জামায়াত নেতা মো: সোলাইমান।

দোহাজারী পৌরসভা শাখার উদ্যেগে শাখা আমীর জমির আদনানের সভাপতিত্বে বাদে আসর দেওয়ানহাট এলাকায় বিকাল ৩:৩০ ঘটিকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অঞ্চর টিম সদস্য জাফর সাদেক এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন, থানা সেক্রেটারি এডভোকেট মো: ইলিয়াছ।