চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পেশাজীবী পরিষদ ও আদর্শ শিক্ষক ফেডারেশনের যৌথ উদ্দ্যেগে বাছাইকৃত কর্মীদের নিয়ে আদর্শ সমাজ গঠনে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক কর্মী সভা অনুষ্ঠিত হয়। গত ১৬ই আগষ্ট পেশাজীবী পরিষদের উপজেলা শাখার সভাপতি মোঃ রমজান আলী শাহ্ এর সভাপতিত্বে চিরিরবন্দর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা। তিনি বলেন দেশের মানুষের মুক্তির জন্য আদর্শ সমাজ গঠনে বিকল্প নেই। দেশ এখন চাঁদাবাজ আর সন্ত্রাসীতে ভরে গেছে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। দেশকে চাঁদাবাজ মুক্ত করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বেঁছে নেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এর প্রক্টর ড. মোহাম্মদ শামসুজ্জোহা, দিনাজপুর আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষা সংগঠক ও উপদেষ্টা, বিশিষ্ট ছাত্র নেতা রাজিবুর রহমান পলাশ, জেলা পেশাজীবী পরিষদের সেক্রেটারী অধ্যাপক আ স ম ইব্রাহিম, মোঃ শাখাওয়াত হোসেন, এসিসট্যান্ট ম্যানেজার, এডমিন, ইবনে সিনা কনজুমার প্রোডাক্ট লিমিটেড, ঢাকা, মোঃ লুৎফর রহমান, উপদেষ্টা পেশাজীবী পরিষদ, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মোঃ মশিউর রহমান, চিরিরবন্দর পেশাজীবীর উপদেষ্টা মোঃ রাশেদুল হক ও ডাঃ মাজেদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ডেলিগেটদের মধ্যে অভিমত ব্যক্ত করেন পল্লী চিকিৎসক ফরিদ উদ্দীন ও প্রভাষক শাখাওয়াত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পেশাজীবী পরিষদের সভাপতি মোঃ রমজান আলী শাহ্। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রাজিউল ইসলাম, সভাপতি শিক্ষক ফেডারেশন ও মঞ্জুর আলী শাহ্, মিডিয়া কর্মী।