ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতালের ২য় তলায় কনসালটেশন জোনে গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প উদ্বোধন করেন ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এ. এস. এম. মামুন শাহীন।
ফ্রী মেডিকেল ক্যাম্পে অর্থোপেডিক্স বিভাগে সেবা প্রদান করেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ মেজর ডা. মো. মাসউদ সরকার, অনকোলজি বিভাগে সেবা প্রদান করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সোমা ব্যানার্জী, ডেন্টাল বিভাগে ডেন্টাল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, ফিজিওথেরাপি বিভাগে ফিজিওথেরাপিস্ট মো. আবিদ কবির। ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনা প্রতিবছর বিভিন্ন জাতীয় দিবসে সর্বস্তরের জনসাধারণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে। ক্যাম্পে আগত ১০০ রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
ক্যাম্প পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুক, মার্কেটিং ইনচার্জ ইমরান খান সাগর, মার্কেটিং অফিসার আব্দুস সালাম ও আরাফাত হোসেন। এছাড়াও হাসপাতালের স্টাফদের নিয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।