গাজীপুর মহানগর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর প্রবীণ রুকন, অবিভক্ত টংগী থানার কর্মপরিষদ সদস্য হাজী আব্দুল বারিক (বারেক হাজী) গত ২২ নভেম্বর সন্ধ্যায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৬ কন্যা, জামাতা, নাতি নাতনিসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম দা’ঈর পাশাপাশি সামাজিক ব্যক্তিত্ব এবং সমাজ ও সংগঠনের একজন অভিভাবক ছিলেন।

তার তত্ত্বাবধানে আত্মীয়-স্বজনসহ এলাকার জনগণ সংগঠনে অন্তর্ভুক্ত হয়েছেন।

তিনি স্থানীয় আন-নুর মসজিদের মুতাওয়াল্লী, দত্তপাড়া ঈদগাহ কমিটির সভাপতি, হাজী নায়েব আলী কবরস্থানের জমিদাতা ছিলেন। এছাড়াও নিজেকে অনেক সামাজিক কাজে সম্পৃক্ত রেখেছেন।গতকাল ২৩ নভেম্বর রবিবার দুপুর ২টায় টঙ্গী পূর্ব থানার চানকির টেক ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগরীর আমীর অধ্যাপক মুহাঃ জামাল উদদীন, কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগরীর নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ খায়রুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগরীর নায়েবে আমীর, গাজীপুর মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ হোসেন আলী, গাজীপুর মহানগরীর সেক্রেটারি আ স ম ফারুক, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, মোঃ আজহারুল ইসলাম, মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি আবু সিনা নুরুল ইসলাম মামুন, মহানগর জামায়াতের প্রচার সেক্রেটারি, গাজীপুর মেট্রো সদর থানা জামায়াতের আমীর, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর -৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ মোঃ হাফিজুর রহমান, গাজীপুর মহানগরীর শূরা ও কর্ম পরিষদ সদস্য এবং টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মোঃ নজরুল ইসলামসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ মরহুমের জীবনের ভূল ত্রুটি সমুহ ক্ষমা করে দিন এবং নেক আমল সমুহ কবুল করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারনের তৌফিক দান করুন।