ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা : গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ই আগস্ট) সকালে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার (৭ই আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জবাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ৫ম ছেলে নিহত তুহিন। পেশাগত কারণেই তিনি বহুদিন ধরে পারিবার নিয়ে গাজিপুরে বসবাস শুরু করেন।
এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সহসভাপতি আবুল কালাম (ইত্তেফাক) বলেন, একজন সাংবাদিক কে কুপিয়ে পিটিয়ে এভাবে হত্যা করার ঘটনা আর কোন দেশে আছে কি-না আমার জানা নেই।
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম (কালের কন্ঠ) বলেন, সাংবাদিক তুহিন হত্যার সাথে যারা জড়িত তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি এটা খুবই দুঃখজনক, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বিগত দিনে যে সকল সাংবাদিকদের হত্যা করা হয়েছে সেই হত্যার দ্রুত বিচার দাবি করেন।