রংপুরের পীরগাছা উপজেলায় বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে জেলার পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলী বাজার সংলগ্ন পারুল বানিয়াপাড়া জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রংপুর নগরীর ১২ নম্বর ওয়ার্ডের হাজীরহাট থানার শান্তা রানী (৫০), নগরীর বাবুপাড়া এলাকার অমৃত বালা (৮০) এবং অজ্ঞাতনামা একজন পুরুষ রয়েছেন।
এলাকাবাসী প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে বৌভাতের দাওয়াত খেয়ে রংপুরে বাড়ী ফিরছিলো যাত্রীবাহী বাসটি। পীরগাছার বেলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। সড়কের পাশের ভাঙ্গা অংশের নিচে বালু থাকায় বাসের সামনের বাম দিকের চাকা স্লিপ করে বাসটি পুকুরে উল্টে পড়ে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় দুই নারী ও একজন পুরুষের লাশ উদ্ধার করে।
এলাকার বাসি আকরাম মিয়া জানান, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস এবং অপরদিকে মালবাহী ট্রাকের সাথে সাইড দিতে রাস্তার পাশে পুকুরে পরে যায় বাসটি। এসময় বিকট শব্দ শুনতে পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে এসে আহত শিশু, মহিলা ও পুরুষদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসকে খবরদিলে তারা এসে আরো শিশু, মহিলা ও পুরুষ ৩০ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতাল পাঠিয়েছে।
পীরগাছা উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রংপুরের পীরগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস শিশুসহ অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে র্যাকার লাগিয়ে পুকুর থেকে বাসটি তোলা হয়েছে। এই দুর্ঘটনায় হতাহতরা রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।