রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ বলেছেন, ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন ইসলামী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। গুণী মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন সমাজ তার মূল্য বুঝে না। আবু জাফর মুহাম্মদ ওবায়েদুল্লাহর মৃত্যুর পর আমরা হাড়ে হাড়ে তা টের পাচ্ছি। তিনি বলেন, ওবায়েদুল্লাহর তুলনা তিনি নিজেই। বহুমুখী প্রতিভার ওবায়েদ ভাইয়ের শূন্যতা আমাদের কাঁদায়। ওবায়েদুল্লাহ অনেক গুণে গুণান্বিত ছিলেন। মানুষ দেখে, শুনে, পড়ে শিখে। তিনি এমনই একজন মানুষ যাকে দেখা, শোনা ও পড়া যেত। তিনি একজন কর্মবীর ছিলেন। বুধবার (২১ মে) রাতে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর অফিসের সম্মলেন কক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠক ড. আ জ ম ওবায়েদুল্লাহ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

প্রেরণা সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংসদের সভাপতি বিশিষ্ট কণ্ঠশিল্পী নাজমুল কবীর। সংসদের সাধারণ সম্পাদক জনপ্রিয় আবৃত্তিকার শাহ মাগদুমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট শাহ আলম, মীম মিরাজ হোসাইন, প্রেরণার সাবেক সভাপতি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. এহসানুল কবীর, বিশিষ্ট শিক্ষাবিদ মনিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল কাফি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক, এস এ মুকুল, এস এম মাহবুবুর রহমান, ইশারুল ইসলাম, আব্দুল হান্নান, আব্বাস উদ্দিন, শিব্বির আহমেদ, শাহারুল ইসলাম, বদরুজ্জামান নাবিল প্রমুখ। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।