খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনিরুল হুদার (৮৮) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১২ এপ্রিল) যোহরবাদ খুলনা আলিয়া কামিল মাদরাসায় প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

খুলনা আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ এর ইমামতিতে জানাজায় খুলনা-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মিজানুর রহমান মিল্টন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন, আয়কর আইনজীবী সমিতি খুলনার সভাপতি মো. মনিরুজ্জামান খান, কেসিসির প্রধান প্রকৌশলী ইঞ্জি. মশিউজ্জামান খান, সাবেক সভাপতি এডভোকেট শাহনেওয়াজ, দৈনিক জন্মভুমির সম্পাদক আসিফ কবীর, দৈনিক বাংলাভিশনের খুলনা বিভাগীয় প্রধান আতিয়ার পারভেজ, সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, জামাল উদ্দিন, এস এম সোহরাব হোসেন, খুলনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ ড. মুফতি আব্দুর রহীম, এডভোকেট আবুল কাশেম, এস এম হাফিজুর রহমান, মো. আব্দুস সালাম, সাব্বির তরফদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২ টায় খুলনা প্রেসক্লাব চত্বরে সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে মরহুমরে আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয়। খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশারাফুল ইসলাম নূর, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী ও হাসান আহমেদ মোল্লা, ক্লাব সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) সভাপতি গৌরাঙ্গ নন্দী, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) সভাপতি এবং খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) সদস্য সচিব মোফা জামাল পপলু, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম মতি, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, মো. জাহিদুল ইসলাম, এস এম নূর হাসান জনি, এম এ হাসান, শেখ কামরুল আহসান, বাপ্পী খান, কাজী শামীম আহমেদ, জি, এম, মনিরুজ্জামান, ওয়াহেদ-উজ-জামান বুলু, শেখ আব্দুল হামিদ, শেখ শামসুদ্দীন দোহা, মোহাম্মদ মিলন, শেখ আল এহসান, আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন, শেখ লিয়াকত হোসেন, এজাজ আলী, প্রবীর কুমার বিশ্বাস, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মো. হেলাল মোল্লা, বেল্রাল হোসেন সজল, নাজমুল হক পাপ্পু, কামরুল হোসেন মনি, এম এ জলিল, ক্লাবের অস্থায়ী সদস্য মো. নেয়ামুল হোসেন কচি, মো. রবিউল গাজী (উজ্জ্বল), আব্দুল¬াহ আল মামুন রুবেল, এস এম বাহাউদ্দিন, দীপংকর রায়, মো. সোহেল রানা, তুফান গাইন, শাহানা পারভীন শিল্পীসহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া সাংবাদিক মনিরুল হুদার কফিনে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেউইজে), খুলনা রিপোর্টার্স ইউনিটি (কেআরইউ), খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি (কেটিআরইউ), দৈনিক জন্মভূমি পরিবার, খুলনা কর আইনজীবী সমিতি, বাংলাদেশ ইনকাম ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন খুলনা ডিভিশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা শাখার নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টায় ঢাকায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে প্রবীণ মনিরুল হুদা ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।