বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল গত বুধবার বিকাল ৪টায় থানা সদরের আল ফালাহ প্লাজায় থানা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং থানা নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী ও সেক্রেটারি গোলাম সারওয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বি-বাড়ীয়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোবারক হোসেন আকন্দ, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার, আড়াইবাড়ী সাঈদীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, বি-বাড়ীয়া জেলা জামায়াতের আইন-যুব বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রুকন উদ্দিন, ইসলামী আন্দোলনের কসবা উপজেলা সভাপতি ইউসুফ আহমেদ, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, গণঅধিকার পরিষদের সভাপতি হিজবুল্লাহ, পৌর জামায়াতের আমীর হারুনুর রশিদ, সেক্রেটারি মিজানুর রহমান, শিক্ষক নেতা মনির হোসেন, মাওলানা ওয়ালিউল্লাহ গাফফারী, শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, জামায়াত নেতা মাসুদুর রহমান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের উপজেলা আমীর মাওলানা জয়নাল আবেদীন জালালী। প্রেস বিজ্ঞপ্তি।